Sunday, November 23, 2025
Latestদেশ

Madvi Hidma : অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে খতম শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিদমা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় যৌথ নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত হলেন দেশের শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিদমা (৪৩)। নিহত হয়েছেন তার স্ত্রী রাজেও। মঙ্গলবার সীমান্তবর্তী জঙ্গলে চালানো অভিযানে এই বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।

মাওবাদীদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পরই অন্ধ্রপ্রদেশ–ছত্তিশগড়–ওডিশা সীমান্তের কাছে অভিযান শুরু করে যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের দীর্ঘক্ষণ গুলির লড়াই হয়। এনকাউন্টারে মোট ৬ মাওবাদী নিহত হয়েছেন—চারজন পুরুষ এবং দুইজন মহিলা। পুলিশ সুপার অমিত বরদা জানিয়েছেন, নিহতদের মধ্যেই ছিলেন পিএলজিএ প্রধান হিদমা এবং তার স্ত্রী।

১৯৮১ সালে ছত্তিশগড়ের সুকমায় জন্মানো হিদমা ছিলেন পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র প্রধান—যা মাওবাদীদের সবচেয়ে শক্তিশালী আক্রমণ বাহিনী হিসেবে পরিচিত। সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সবচেয়ে কমবয়সী সদস্যও ছিলেন তিনি। গেরিলা যুদ্ধ, জঙ্গলে লুকিয়ে থাকা এবং আকস্মিক হামলার কৌশলে পারদর্শী হিদমা বছরের পর বছর নিরাপত্তা বাহিনীর মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন।

হিদমার বিরুদ্ধে রয়েছে ভয়াবহ নাশকতার দীর্ঘ তালিকা—

২০১০ সালের দান্তেওয়াড়া হামলা,

২০১৩ সালের ঝিরাম উপত্যকা গণহত্যা,

২০২১ সালের সুকমা–বিজাপুর সংঘর্ষ,

সহ মোট ২৬টি বড় হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। তার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা।

মাওবাদী মুক্ত দেশ 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর ঘোষণা করেছিলেন, ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে দেশকে সম্পূর্ণ মাওবাদীমুক্ত করার লক্ষ্য নিয়েছেন কেন্দ্র। সেই লক্ষ্যে চলমান দমন অভিযানেই হিদমার বিরুদ্ধে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের দাবি, ৩০ নভেম্বরের মধ্যে হিদমাকে হত্যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বাহিনীকে।

অভিযানের সাফল্য নিরাপত্তা বাহিনীর মনোবল আরও বাড়াবে। হিদমার মৃত্যু মাওবাদী নেটওয়ার্কে বড় ধাক্কা দেবে।