Wednesday, November 26, 2025
রাজ্য​

ফুরফুরায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla) ঘিরে ‘চোর চোর’ স্লোগানের অভিযোগ। তাও আবার মুসলিমদের পবিত্র স্থান ফুরফুরা শরিফে। এই ঘটনায় ফুরফুরা শরিফ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এ বিষয়ে শওকত মোল্লা বলেন, “ফুরফুরা শরিফ মুসলিমদের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থান। মুসলমান সম্প্রদায়ের মানুষ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আশীর্বাদ নিতে যান। সেখানে কোনও রাজনৈতিক কার্যক্রম চলে না। অথচ একজন রাজনৈতিক নেতা হিসেবে আমাকে হেনস্থা করা হল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি জানান রবিবার রাতে ফুরফুরা শরিফে গিয়েছিলেন আমি। অভিযোগ, তখন একদল লোক তাঁকে দেখে চোর চোর বলে চেঁচিয়ে ওঠে।

এই ঘটনায় মর্মাহত বিধায়ক বলেন, “এতে আমাদের যথেষ্ট অপমান করা হয়েছে। আব্বাস সিদ্দিকি ও নওসাদ সিদ্দিকির মদতেই এমনটা হয়েছে।”

এদিকে, এই ঘটনা সম্পর্কে নওসাদ সিদ্দিকি বলেছেন, ‘আমি ঘটনাটা শুনেছি। যদিও ভিডিওতে শওকত সাহেবকে আমি দেখিনি। একটা ভিড় যাচ্ছিল দেখেছি। আমার মনে হয় এটা ক্ষোভের বহিঃপ্রকাশ।’

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার ৪০ দিন পরে আদালতের নির্দেশে জামিন পেয়েছেন নওসাদ সিদ্দিকি। তাকে গ্রেফতার করার ঘটনায় ক্ষুব্ধ হয় অনেকে।