Wednesday, November 26, 2025
রাজ্য​

DA-র দাবিতে ধর্মঘটে সামিল হওয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে FIR দায়ের, হুমকি- অশালীন মন্তব্য

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ডিএ বৃদ্ধির দাবিতে গত ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল সরকারি চাকরিজীবীদের প্রায় এক ডজন সংগঠন। ধর্মঘট আটকাতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল নবান্নের তরফে। তবে ধর্মঘট সমর্থন করায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।

জানা গেছে, সুনিতি বালা সদর গার্লস হাই স্কুল এর প্রধান শিক্ষিকা। ১০ মার্চ ধর্মঘট সমর্থন করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো জলপাইগুড়ি তৃণমূলের শিক্ষক সংগঠন।

এখানেই শেষ নয়, ওই প্রধান শিক্ষিকাকে অশালীন মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অঞ্জন দাস।

এদিকে, এই ঘটনার তুমুল সমালোচনা করেছে শিক্ষক সংগঠনগুলি। একজন মানুষ আন্দোলনকে সমর্থন করতেই পারেন। তাই বলে এভাবে অভিযোগ দায়ের করা কতটা যুক্তিযুক্ত। উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, ধর্মঘট আটকাতে নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, ‘সরকারি কর্মচারীদের শুক্রবার কাজে যোগ দিতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে সঠিক সময়ে যেতে হবে। অন্য ক্ষেত্রেও একি নির্দেশ। যদি যথার্থ কারণ ছাড়া কেউ কাজে যোগ না দেন তাহলে এক দিনের বেতন কাটা যাবে। পাশাপাশি, কর্মজীবন থেকেও ছেদ হবে একদিন।’