Friday, January 30, 2026
Latestআন্তর্জাতিক

Thailand- Cambodia ceasefire: কয়েক সপ্তাহের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই সিদ্ধান্তের কথা জানান। স্থানীয় সময় দুপুর থেকে (০৫:০০ জিএমটি) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

যৌথ বিবৃতি অনুযায়ী, উভয় দেশ সীমান্তে সব ধরনের সামরিক গতিবিধি স্থগিত করতে সম্মত হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে নিরাপদে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। এই পদক্ষেপের ফলে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সংঘর্ষ বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যূত হয়েছেন বলে জানা গেছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে বলা হয়েছে, টানা ৭২ ঘণ্টা শান্তি বজায় থাকলে থাইল্যান্ডে আটক ১৮ জন কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়া হবে।

বিবৃতিতে ‘উত্তেজনা প্রশমন’-এর স্পষ্ট শর্তাবলী উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষ, বেসামরিক স্থাপনা ও অবকাঠামো এবং উভয় পক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে সব ধরনের হামলা বন্ধ রাখা। একই সঙ্গে বিনা উসকানিতে গুলি চালানো, অগ্রসর হওয়া কিংবা অপর পক্ষের অবস্থান বা সেনাদের দিকে সেনা সরানো থেকেও বিরত থাকার অঙ্গীকার করা হয়েছে।

কয়েক দিনের আলোচনার পর এই অগ্রগতি আসে। থাই ও কম্বোডিয়ান কর্মকর্তারা নতুন করে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটাতে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে চলতি মাসের শুরুতেই সেই চুক্তি ভেঙে পড়ে এবং নতুন করে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করছিল।