Tuesday, October 7, 2025
Latestদেশ

তামিলনাড়ুর সরকারি হোস্টেলে শিক্ষার্থীদের জোরপূর্বক বাইবেল পড়ানোর অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হোস্টেলে পড়ুয়াদের জোরপূর্বক পড়ানো হচ্ছে বাইবেল। এমনকি খ্রিস্টান উপাসনায় যোগদানের জন্য জোর করার অভিযোগ। এমনটাই অভিযোগ উঠেছে তামিলনাড়ুর কালায়ারকোইলের একটি সরকারি বালিকা ছাত্রাবাসের ওয়ার্ডেনের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসার পর শিবগঙ্গা জেলায় বিতর্ক শুরু হয়েছে।

সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিপরীতে অবস্থিত এই হোস্টেলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৬৮ জন ছাত্রী থাকে। মারুথাঙ্গানাল্লুরের অভিভাবক মণিমেকলাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী, কারাইকুডির ওয়ার্ডেন লক্ষ্মী নিয়মিতভাবে শিক্ষার্থীদের বাইবেল অধ্যায়ন এবং প্রার্থনায় অংশগ্রহণ করতে বাধ্য করতেন। প্রশ্ন উঠছে হোস্টেলে কিভাবে পড়ুয়াদের ধর্মীয় গ্রন্থ চর্চায় জোর করা যায়। 

অভিযোগ হোস্টেলে পচা সবজি দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হয়। যা পড়ুয়াদের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে।

অভিভাবকরা এই ঘটনায় তাদের সন্তানদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি সামনে আসতেই জেলা প্রশাসন পদক্ষেপ নেয়। কালেক্টর পি. পোরকোডি ঘটনার তদন্তের নির্দেশ দেন।

এদিকে অভিযুক্ত ওয়ার্ডেন লক্ষ্মী স্বীকার করেছেন, তিনি পরীক্ষার সময় শিক্ষার্থীদের স্তোত্র গাইতে এবং বাইবেল পড়তে বাধ্য করেছিলেন। তার দাবি, এটি তিনি পড়ুয়াদের “মনোবল বাড়ানোর জন্য” করেছিলেন। তিনি আরও বলেন, অভিযোগ তোলার পর বাইবেল পড়তে কাউকে আর জোর করছেন না তিনি। ইতিমধ্যেই তিনি জেলা আদি দ্রাবিড় কল্যাণ অফিসে একটি লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। রাষ্ট্রীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনা শিশুদের অধিকার রক্ষা করার এবং সরকারি হোস্টেলগুলি যেকোনো ধরণের ধর্মীয় বিষয় তাদের সন্তানদের ওপর চাপিয়ে দিতে পারে না। প্রত্যেকের নিজস্ব ধর্মীয় বিশ্বাস রয়েছে।

তথ্যসূত্র: The Commune