Delhi: মধ্যরাতে দিল্লিতে অবৈধ উচ্ছেদ অভিযান, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজধানী দিল্লিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হল। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার গভীর রাতে ফৈজ-ই-ইলাহি ও তুর্কমান গেট সংলগ্ন এলাকায় বুলডোজার অভিযান চালাতে গেলে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। স্থানীয় জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে। ঘটনায় অন্তত ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসসিডি) আধিকারিকরা পুলিশের সহায়তায় তুর্কমান গেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেন। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এবং অবৈধ নির্মাণ ভাঙার কাজে একসঙ্গে ৩২টি জেসিবি মোতায়েন করা হয়। তবে অভিযান শুরু হতেই এলাকায় ভিড় জমতে থাকে। অভিযোগ, অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ কার্যকর করতে কাজ এগোনো হলে উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। সেই হামলায় অন্তত ৫ জন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। কিছুক্ষণের মধ্যেই এলাকা ফাঁকা করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই প্রসঙ্গে দিল্লি পুরসভার ডেপুটি কমিশনার বিবেক আগরওয়াল জানান, “আদালতের নির্দেশ মেনেই অভিযান শুরু করা হয়েছিল। কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট অংশও শীঘ্রই সরানো হবে। পাথর ছোড়ার ঘটনা ঘটলেও পুরসভার কোনও কর্মী আহত হননি। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়েছে।”
অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের উপর হামলায় জড়িত প্রায় ২৫ থেকে ৩০ জনকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, তুর্কমান গেট এলাকায় প্রায় ৩৯ হাজার বর্গফুট জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। হাইকোর্টের নির্দেশে ওই এলাকায় জরিপ চালানো হয়। জরিপ রিপোর্ট জমা পড়ার পর আদালত অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার রাতে উচ্ছেদ অভিযান শুরু হয়।


