অনুপ্রবেশকারী রুখতে বড় পদক্ষেপ মোদী সরকারের, দেশের সকল রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন ‘অভিবাসন ও বিদেশি আইন ২০২৫’ কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বড় পদক্ষেপ নিল। এবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই ক্যাম্পে রাখা হবে অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের।
মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট নোটিফিকেশনে স্পষ্ট বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে যারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করেছেন, কিংবা বৈধ ভিসা বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা আইন কার্যকর হবে। তবে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টানরা এই নিয়মের বাইরে থাকবেন।
নতুন আইনের অধীনে ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। সন্দেহভাজন কোনও ব্যক্তিকে বিদেশি মনে হলে ট্রাইব্যুনাল তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে। যদি ওই ব্যক্তি দাবি করেন যে তিনি বিদেশি নন, তবে নিজের দাবির সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। প্রমাণ দিতে ব্যর্থ হলে তাকে আটক রাখা হবে এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
আরো বলা হয়েছে, গুরুতর অপরাধে অভিযুক্ত বিদেশিদের ভারতে প্রবেশ বা বসবাসের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি ভারতের কোনও পর্বতশৃঙ্গ আরোহণ করতে চাইলে বিদেশিদের কেন্দ্রীয় অনুমতি নিতে হবে।
আইন অনুযায়ী, এখন থেকে কেবল নেপাল ও ভুটানের নাগরিকরাই পাসপোর্ট দেখিয়ে ভিসা ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন। তবে তাঁদের সরাসরি নিজেদের দেশ থেকেই ভারতে ঢুকতে হবে; চিন, পাকিস্তান বা আফগানিস্তান হয়ে আসা যাবে না।
মূলত অনুপ্রবেশ আটকাতে এবং অবৈধভাবে ভারতে বসবাসকারীদের ফেরত পাঠাতে এই আইন কার্যকর করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রকের দাবি।


