মমতাকে প্রধানমন্ত্রী করার ডাক তৃণমূলের, ‘আবকি বার, দিদি সরকার’ হ্যাশট্যাগে উত্তাল সোশ্যাল মিডিয়া
কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটকেই টার্গেট করে ঘুটি সাজাতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। ২১ জুলাই শহিদ দিবসের সভামঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকারকে হঠানোর ডাক দিয়েছেন মমতা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সর্বশেষ পেগাসাস ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরতে চাইছেন তিনি।
২০২৪ সালের লোকসভা ভোটের এখনও তিন বছর বাকি। তবে এখন থেকেই আগামী দিনের রণকৌশল ঠিক করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ, ২৬ জুলাই প্রথমবার দিল্লিতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন থেকেই তৃণমূলের নতুন প্রচার পর্ব শুরু করল। ‘আবকি বার দিদি সরকার’ (#AbkiBaarDidiSarkar) হ্যাশট্যাগে উত্তাল সোশ্যাল মিডিয়া।
একুশের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপিকে হারানোর পর এখন ‘বেঙ্গল মডেল’ এখন দেশজুড়ে হিট। এই মুহূর্তে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী হিসেবে মমতাকেই বিবেচনা করা হচ্ছে। মমতা তথা তৃণমূলকে সমর্থন করে রবিবারই কংগ্রেসের তরফে টুইট করা হয়। এছাড়া লাল শিবিরের বিমান বসুর সাফ ঘোষণা, কেন্দ্রের মোদী সরকারের বিরোধী যে কোনও দলের সাথে জোট করতে প্রস্তুত বামফ্রন্ট।
টার্গেট দিল্লির অংশহিসেবে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে ক্ষমতায় এলে গোটা দেশে বিনামূল্যে এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপি বিরোধী ১৮টি দলকে জোটবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। দিল্লির বঙ্গভবনে বিজেপি বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যেই দিল্লি সফরে উড়ে গিয়েছেন মমতা।
Time has come to bring the country under the ambit of @MamataOfficial‘s social welfare schemes & the #BengalModel of inclusive governance
👉 Kanyashree
👉 Sabooj Sathi
👉 Duare Sarkar
👉 Khadya Sathi
👉 Swasthya Sathi
👉 Krishak Bandhu
👉 Student Credit Card#AbkiBaarDidiSarkar pic.twitter.com/eQ1AUBbFhq— Nirmal Ghosh MLA (@NirmalGhoshMla) July 26, 2021
Hon CM @MamataOfficial is in Delhi with her most acclaimed & trustworthy #BengalModel
It’s echoing across India 🇮🇳 today #AbkiBaarDidiSarkar pic.twitter.com/bgpa5YFyF8
— Md Ghulam Rabbani (রাব্বানী) (@GhulamRabbani_) July 26, 2021
#BengalModel#AbkiBaarDidiSarkar pic.twitter.com/mUJlUHJJ7w
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) July 26, 2021
মেয়ের বিয়ে দিতে যাতে অসুবিধার সম্মুখীন না হন বাবা-মা, সেই লক্ষ্যে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার টাকা বিয়ের জন্যে দেওয়া হয় পশ্চিমবঙ্গে।
গোটা দেশ কেন পাবেনা এমন সুযোগ সুবিধা।#BengalModel#AbkiBaarDidiSarkar pic.twitter.com/JBGnfSgq7A
— Kanchan Mullick (AITC) (@MullickKanchan) July 26, 2021
Students of Bengal are able take loan for their graduation, Master’s degree & also for diploma courses, medicine & research work, thanks to @MamataOfficial.#BengalModel pic.twitter.com/k8HQgIreTj
— MANOJ TIWARY (@tiwarymanoj) July 26, 2021
বর্তমান সময়ে ভোটে জিতে মোক্ষম হাতিয়ারহয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ‘হাওয়া’ অনেকটাই বদলে দিতে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। ২০১৪ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর হয়ে সেভাবেই প্রচার শুরু করেছিল বিজেপি। এবার ঠিক একই ভাবে শুরু করল তৃণমূল।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

