Uttar Pradesh SIR: উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা থেকে বাদ ২.৮৯ কোটি নাম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ২.৮৯ কোটি ভোটারের নাম।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫.৪৪ কোটি। কিন্তু বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর বর্তমানে রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে মাত্র ১২.৫৬ কোটি নাগরিকের (১২,৫৫,৫৬,২৫ জন)।
কাদের নাম বাদ পড়েছে?
নির্বাচন কমিশন জানিয়েছে, বাদ যাওয়া ২.৮৯ কোটি ভোটারের মধ্যে
- ৪৬.২৩ লক্ষ ভোটার মৃত।
- ২.১৭ কোটি ভোটার তাঁদের ঠিকানা পরিবর্তন করেছেন।
- ২৫.৪৭ লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় নথিভুক্ত ছিল।
শহরাঞ্চলে বাদ পড়ার সংখ্যা বেশি
কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে শহরাঞ্চলগুলোতে। লখনউ, গাজিয়াবাদ, প্রয়াগরাজ ও কানপুরের মতো বড় শহরগুলিতে ঠিকানা পরিবর্তন ও দ্বৈত নথিভুক্তির হার তুলনামূলকভাবে বেশি থাকায় এই প্রবণতা দেখা গিয়েছে।
খসড়া তালিকা চূড়ান্ত নয়
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এই তালিকা চূড়ান্ত নয়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হয়েছে দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া। যোগ্য ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে নাম অন্তর্ভুক্ত করা, সংশোধন বা আপত্তি জানাতে পারবেন।
সমস্ত দাবি ও আপত্তি যাচাই করে নিষ্পত্তির পর আগামী ৬ মার্চ উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।


