Tuesday, December 16, 2025
দেশ

১১ দিনেই করোনামুক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

ভোপাল: বুধবার, রাম মন্দিরেরে ভূমিপুজোর দিন করোনামুক্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোপালের হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ১১ দিনেই এই করোনামুক্ত হয়েছেন শিবরাজ সিং। তবে আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। অন্ততপক্ষে সাত দিন পর্যন্ত তাঁকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শিবরাজ সিং চৌহান সুস্থ হয়ে ওঠায় স্বস্তি ফিরল মধ্যপ্রদেশের মন্ত্রিসভায়। এদিন বাড়ি ফিরেই ভূমিপুজো দেখতে টিভির পর্দায় চোখ রাখেন মুখ্যমন্ত্রী। টুইট করেন সে ছবিও।

গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। টুইটারে সেই খবর নিজেই জানিয়েছিলেন। করোনা রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন দলের মন্ত্রীদের সঙ্গে। রাজ্যের করোনা পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। হাসপাতালে নিজের জামাকাপড়ও নিজেই কাচতে দেখা যায় তাঁকে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও করোনা আক্রান্ত হয়েছে। আপাতত হাসপাতালেই রয়েছেন অমিত শাহ। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় গায়ক এসপি বালা সুভ্রমণ্যম।