Wednesday, November 26, 2025
কলকাতা

‘নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতারাও’, ইডির কাছে বিস্ফোরক স্বীকারোক্তি শান্তনুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাকে ৩ দিনের ইডি হেফাজতে নেওয়া হয়েছে। দফায় দফায় হুগলির তৃণমূল বিধায়ককে প্রশ্ন করে চলেছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, জেরায় শান্তনু জানিয়েছেন, ‘চাকরিপ্রার্থী ছাড়াও অনেক তৃণমূল সদস্য চাকরি পেতে তাদের নথি পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতাদের কাছে।’

সেই নথি কাদের কাছে পৌঁছে দেওয়া হত, এর সঙ্গে জড়িত আছে কারা কারা সেটাই এখন জেরায় জানার চেষ্টা করছে ইডি। সিম বিক্রি করতেন শান্তনু। সেই তারই এখনো অবধি মোট ২০টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। তার বাৎসরিক বিনিয়োগ তার আয়ের থেকে অনেকটাই বেশি। কিভাবে এল এই কোটি কোটি টাকা? খতিয়ে দেখছে ইডি।

ইডি দাবি করেছে, শান্তনু চাকরিপ্রার্থী পিছু ৪ থেকে ৫ লাখ টাকা করে নিতেন। ইতিমধ্যেই শান্তনুর হুগলির বাড়িতে হানা দিয়ে ৩১২ অযোগ্য চাকরিপ্রার্থীর ওএমআর শিট পাওয়া গিয়েছে। পাওয়া বেশ কিছু অ্যাডমিট কার্ডের প্রতিলিপিও।

ইডির দাবি, শান্তনু একজন মিডিলম্যান। তার উপরে হাত রয়েছে রাঘববোয়ালদের। তারা কারা এখন তারই খোঁজ চলছে।