Tuesday, December 16, 2025
Latestআন্তর্জাতিক

Seven sisters: ‘সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করে দেব’, হুমকি বাংলাদেশের হাসনাত আব্দুল্লাহর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স নিয়ে হুমকি বাংলাদেশের। সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) বলেন, “আমরা বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তিগুলোকে আশ্রয় দেব, তারপর ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব।”


হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যে সমাবেশে উপস্থিত জনতার মধ্যে উল্লাস দেখা যায়। তবে বক্তব্যটি দু’দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বের ৭টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা সমষ্টিগতভাবে ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত। এর মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত রয়েছে। এই ভৌগোলিক বাস্তবতা অঞ্চলটিকে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল করে তোলে।

ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে উত্তর-পূর্ব ভারতে সক্রিয় কিছু সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশকে আশ্রয়স্থল, যাতায়াতের পথ এবং লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে। বিশেষ করে ১৯৯০-এর দশকের শেষভাগ ও ২০০০-এর দশকের শুরুর দিকে আসাম ও ত্রিপুরাভিত্তিক একাধিক বিদ্রোহী সংগঠনের শিবির ও সহায়তামূলক নেটওয়ার্ক সীমান্তের ওপারে ছিল বলে ভারতের দাবি।

পরবর্তীকালে দু’দেশের নিরাপত্তা সহযোগিতা বাড়ার ফলে সেই পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। যৌথ অভিযানে বহু বিদ্রোহী শিবির ভেঙে দেওয়া হয় এবং সীমান্ত নজরদারি জোরদার হয়। সেই প্রেক্ষাপটে এনসিপি নেতার সাম্প্রতিক মন্তব্যকে পিছনের দিকে ফেরার ইঙ্গিত বলেই দেখছেন পর্যবেক্ষকেরা।

হাসনাতের এহেন হুমকি ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক মহলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে খবর