২ দিনের ইডি হেফাজতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল যুব নেতা শান্তনু
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee)। তাকে দুদিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। আগামী ১৩ মার্চ ফের তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
শান্তনু হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা। নিয়োগ দুর্নীতির টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। কোন চাকরিপ্রার্থীর কাছে টাকা নিয়েছিলেন, সেইসব টাকা কোথায় কোথায় পাঠানো হতো- তথ্য জানতে চেয়ে তাকে হেফাজতে নিল ইডি।
ইডি সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের চাকরির জন্য সরাসরি মানিক ভট্টাচার্য্যর কাছে সুপারিশ করতেন শান্তনু। চাকরিপ্রার্থী পিছু ৪ থেকে ৫ লাখ করে টাকা নিয়েছেন শান্তনু। তার বাড়িতে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও পাওয়া গেছে। শান্তনুর বাড়ির লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

