Tuesday, November 11, 2025
Latestরাজ্য​

‘রোহিঙ্গা বাঁচাও যাত্রা করছে তৃণমূল’, মমতার SIR বিরোধী প্রতিবাদকে কটাক্ষ শমীকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে এসআইআর (SIR) ইস্যুতে রাজনৈতিক উত্তাপ চরমে। মঙ্গলবার এসআইআরের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল মিছিল হয় কলকাতায়। কিন্তু সেই মিছিলকে ঘিরেই বুধবার শাসক দলকে তীব্র আক্রমণ শানাল রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপি নেতার অভিযোগ, “তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা বাঁচাও যাত্রা করেছে। এটা কোনও ভারতীয়দের মিছিল নয়, জামাতিদের মিছিল।” মঙ্গলবারই মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে একাধিক অভিযোগ জমা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের সূত্র ধরেই বুধবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন শমীক ভট্টাচার্য।

তিনি বলেন, “রাজ্যের বহু জায়গায় পরিচারিকাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই জানেন তার কারণ কী। তৃণমূল নিজের ভোটব্যাঙ্ক বাঁচাতে এই মিছিল করছে। এটা আসলে ‘রোহিঙ্গা বাঁচাও যাত্রা’। বামফ্রন্টের আমলেও তোষণের রাজনীতি হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সীমা অতিক্রম করেছে।”

শমীক ভট্টাচার্য আরও দাবি করেন, এসআইআরের বিরোধিতা করে তৃণমূল আসলে রাজ্যের মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। তাঁর কথায়, “তৃণমূল মনে করছে পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ। তারা জানে দুধে কতটা জল মেশানো হয়েছে। আসলে এই ইস্যু তুলে অন্য সব বিতর্ক থেকে মানুষের নজর সরাতেই এই নাটক।”

এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের এক পদক্ষেপকেও কটাক্ষ করেন তিনি। বিজেপি সভাপতির মন্তব্য, “যে অবৈধ ভোটারের তালিকা মুখ্যমন্ত্রী এক সময় লোকসভার স্পিকারকে ছুড়ে মেরেছিলেন, এখন সেটাই তৃণমূল খুঁজছে।”

রাজ্যের রাজনীতিতে ইতিমধ্যেই এসআইআর বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, “বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি সরকার ভেঙে দেব।” অন্যদিকে বিজেপি অভিযোগ তুলছে— “এসআইআর বিরোধিতার নামে তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করছে।”

এই ইস্যুতে দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে রাজ্যে।