‘হিন্দু শরণার্থীরা CAA-তে আবেদন করলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না’, আশ্বাস শমীক ভট্টাচার্যের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া উদ্বাস্তু হিন্দুরা। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “যারা ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নিয়েছেন, সেইসমস্ত হিন্দুদের সবাইকেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন করুন। সিএএ-তে আবেদন করলে সবার নাম ভোটার তালিকায় থাকবে।”
উল্লেখ্য, সিএএ-তে আবেদন করিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রায় ৭৮৩টি ক্যাম্প করেছে গেরুয়া শিবির।


