Tuesday, November 25, 2025
বলিউড

‘প্রত্যেক পুরুষেরই উচিত বয়সে ছোট এবং সুন্দরী মেয়েকে বিয়ে করা’, পরামর্শ সাইফের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তশন’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন। এরপর তারা ডেটিং শুরু করে। সাইফ এবং কারিনা ২০১২ সালে বিয়ে করেন। ২০১৬ সালে তৈমুর আলী খান এবং ২০২১ সালে জাহাঙ্গীর আলি খান নামে দুই সন্তানের জন্ম দেন কারিনা। এই দম্পতির মধ্যে ১০ বছর বয়সের ব্যবধান প্রায়ই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘প্রত্যেক পুরুষেরই উচিত বয়সে ছোট এবং সুন্দরী মেয়েকে বিয়ে করা। কারণ ছেলেরা দেরিতে পরিণত হলেও মেয়েরা দ্রুত সেই জায়গায় পৌঁছায়।’ পাশাপাশি, জানান কারিনাকে বিয়ে করা তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত ছিল।

উল্লেখ্য, কারিনার আগে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ।প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং এবং সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান, ছেলে ইব্রাহিম আলি খান। অমৃতা- সাইফের বিচ্ছেদ হয়ে যায়। এরপরে কারিনাকে বিয়ে করেন সাইফ।

সাইফদের নবাবী পরিবারে সাইফই একজন যিনি ‘দশকে দশকে সন্তান দিচ্ছেন’ বলে নেটিজেনরা তাকে নিয়ে মজা করে থাকে। সাইফ প্রতি দশকে একবার করে বাবা হয়েছেন। বর্তমানে সাইফের বয়েস ৫১ বছর।

তথ্যসূত্র: KoiMoi