Wednesday, November 26, 2025
দেশ

‘ঘাড় ধাক্কা দিয়ে দেশছাড়া করা হোক,’ বিদেশের মাটিতে দেশের সমালোচনা করায় রাহুলকে নিশানা সাধ্বী প্রজ্ঞার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যুক্তরাজ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তিনি বলেছেন, রাহুলকে দেশ থেকে বের করে দেওয়া হোক।

সম্প্রতি, রাহুল গান্ধী লন্ডনে একটি আলোচনায় অভিযোগ করেছেন, ভারতের সংসদে বিরোধী নেতাদের বলতে বাধা দেওয়া হয়। পাশাপাশি, মোদী সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।

এ প্রসঙ্গে প্রজ্ঞা ঠাকুর বলেছেন, “একজন বিদেশিনীর গর্ভে জন্ম নেওয়া ছেলে কখনই দেশপ্রেমিক হতে পারে না। রাহুল গান্ধী এই কথাটি সত্য প্রমাণ করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা ধরে নিয়েছি রাহুল গান্ধী ভারতীয় নয়। কারণ তাঁর মা ইতালি থেকে এসেছেন।”

বিজেপি সাংসদ বলেন, “রাহুল গান্ধীকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত নয়। দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত।”

তিনি বলেন, “বিদেশে বসে আপনি (রাহুল গান্ধী) বলছেন আপনি সংসদে কথা বলার সুযোগ পাচ্ছেন না। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত নয়। দেশ থেকে বের করে দেওয়া উচিত।”

যুক্তরাজ্যে রাহুল গান্ধী কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করেছেন এবং বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন।

কেমব্রিজে, কংগ্রেস সাংসদ আবার অভিযোগ করেছেন যে সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।

লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে কথোপকথনে, ভারত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) অফিসে পরিচালিত সাম্প্রতিক অভিযানকে ‘কণ্ঠস্বর দমন’ বলে অভিহিত করেছেন।