ডিজলাইক সংখ্যায় সর্বকালীন রেকর্ড গড়ল ‘সড়ক ২’ ট্রেলার
মুম্বাই: ২৮ আগস্ট মুক্তি পাবে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ সিনেমা। তার আগে বুধবার সকালে সামনে এল ‘সড়ক ২’-এর ট্রেলার। আর এরপর থেকেই লাইকের চেয়ে ডিসলাইকের বন্যায় ভাসছে ‘সড়ক ২’-এর ট্রেলার।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি বয়কটের ডাকও উঠেছে। যার ফলে বেজায় সমস্যায় সড়ক ২’-এর টিম। ২৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি। ট্রেলার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ল দর্শকরা। মুহূর্তেই লাইকের থেকে বেশি ডিসলাইক।
ইউটিউবে মুক্তির প্রথম ঘন্টায় সড়ক টুয়ের ট্রেলারে পাঁচ হাজার লাইক এবং ১৬ হাজার ডিজলাইক পড়ে। এখনও পর্যন্ত ট্রেলার ভিউস হয়েছে ৮ লাখ ৪৫ হাজারের বেশি বার। তাতেই লাইকের সংখ্যা ৬৭ হাজার এবং ডিজলাইকের সংখ্যা ৭ লাখ ৫০ হাজার।
যেভাবে ট্রেলারটিতে ডিজলাইক পড়ছে তাতে মনে হচ্ছে খুব শ্রীঘ্রই ইউটিউবে ডিজলাইকের সংখ্যায় নয়া রেকর্ড গড়বে ‘সড়ক ২’-এর ট্রেলার।পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রোলিং শুরু হয়েছে আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুরকে নিয়ে। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ড করেছে #UninstallHotstar #BoycottAliaBhatt’sSadak2 #BoycottSadak2 #AliaBhatt হ্যাশট্যাগ।


