তেল কেনায় ‘বন্ধু’ ভারতকে ৫ শতাংশ ছাড় রাশিয়ার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুতিনের দেশ রাশিয়া থেকে তেল কিনে অর্থ সাহায্য করছে ভারত। এমনটাই অভিযোগ তুলে ভারতের উপর শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা। এবার রাশিয়ার দূতাবাস জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনায় ‘বন্ধু’ ভারতকে ৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আমেরিকার পাশাপাশিও ইউরোপও ভারতকে জ্ঞান দিচ্ছে রাশিয়া থেকে তেল না কেনার জন্য। যদিও ইউরোপ, আমেরিকাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। চিন রাশিয়া থেকে তেল কিনলেও ট্রাম্প চিনের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়ে দিয়েছেন। তাহলে শুধুমাত্র ভারতের ওপর শুল্কের বোঝা চাপানো হচ্ছে কেন? এই প্রশ্নের জবাবে সুস্পষ্ট জবাব দিতে পারছে না আমেরিকা। আমেরিকার এই দ্বিচারিতার মাঝেই রাশিয়ার দূতাবাস থেকে ৫ শতাংশ ছাড়ের কথা জানানো হলো।
রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হলো, ‘ভারত রাশিয়ার থেকে গড়ে ৫ শতাংশ ছাড়ে তেল কিনছে। পশ্চিমা বিশ্ব ভারতের সমালোচনায় মুখর থাকা মানে বুঝতে হবে ভারত সত্যি সঠিক কিছু করছে। ভারতের পণ্য যদি পশ্চিমা বাজার না পায়, তাহলে রাশিয়া সেই সব পণ্য নেবে।’
রাশিয়ান দূতাবাসের চার্জ দে’অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেন, ‘বর্তমানে ভারতের চাহিদার ৪০ শতাংশ তেল রাশিয়া থেকে আসছে। ভারতকে ৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে ভারতের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার হবে। ভারত থেকে ওষুধ, যন্ত্র, চা এবং চাল কিনবে রাশিয়া।’


