ভারতের মুকুটে নয়া পালক, অস্কারে ‘সেরা মৌলিক গান’ বিভাগে সেরার শিরোপা জিতলো ‘নাটু নাটু’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে ‘সেরা মৌলিক গান’ বিভাগে সেরার শিরোপা জিতল দক্ষিণী সিনেমা RRR এর ‘নাটু নাটু’ গান।
RRR-এর হাত ধরে ইতিহাসের পাতায় নাম লেখালেন রাজামৌলি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের পর এবার নাটু নাটু গানের জন্য অস্কার পেলেন এমএম কীরাবাণী।
এদিন অস্কারের মঞ্চে নাটু নাটু গানটি পারফর্ম করেন রাহুল সিপলিগঞ্জ ও কালাভৈরব।
এর আগে ২০০৯ সালে স্লামডগ মিলেনিয়ার ছবির ‘জয় হো’ গানের জন্য অস্কার পেয়েছিলেন এআর রহমান, রসুল পুকুটি ও গুলজার। ১৪ বছরে সেই খরা কাটলো, ‘নাটু নাটু`-র হাত ধরে ভারতে এল অস্কার।

