Sunday, November 23, 2025
Latestদেশ

Ricin Terror Case : রাইসিন বিষ দিয়ে গণহত্যার ছক, জেলে মহিউদ্দিনকে ‘ধোলাই’ দিলো বাকি বন্দীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সবরমতী জেলের মধ্যেই বেধড়ক মারধর খেলেন সন্দেহভাজন জঙ্গি চিকিৎসক আহমেদ মহিউদ্দিন সইদ। রাইসিন বিষ দিয়ে গণহত্যার ছকের অভিযোগ গ্রেফতার করা হয়েছে চিকিৎসক আহমেদ মহিউদ্দিন সইদকে। তাকে রাখা হয়েছে গুজরাটের সবরমতী জেলে। বাকি বন্দীরা তাকে মেরেছে বলে অভিযোগ। মঙ্গলবার সবরমতী জেল কর্তৃপক্ষের তরফে এই ঘটনার কথা জানানো হয়েছে। তিন বন্দি আচমকাই মহিউদ্দিনের ওপর চড়াও হোন বলে অভিযোগ। গুরুতরভাবে মারধরের শিকার হন বলে জানা গেছে। ঘটনার তদন্তে নড়েচড়ে বসেছে প্রশাসন।

রাইসিন-গণহত্যা ষড়যন্ত্রে গ্রেপ্তার

গত ৮ নভেম্বর গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) তিন সন্দেহভাজন চিকিৎসককে গ্রেপ্তার করে। অভিযোগ—মারণ বিষ রাইসিন ব্যবহার করে দেশে ব্যাপক গণহত্যার ছক কষছিল এই চক্র। ওই তিন জনের অন্যতম মহিউদ্দিন সইদকে সবরমতীর হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছিল, যেখানে তার উপর বিশেষ পর্যবেক্ষণ চলছিল।

কঠোর নিরাপত্তা সত্ত্বেও হামলা

জেল সুপার গৌরব আগরওয়াল জানান, সন্দেহভাজন জঙ্গিকে আলাদা সেলে রাখা হলেও তিন বন্দি হঠাৎই তার কক্ষে ঢুকে পড়ে অতর্কিতে মারধর শুরু করে। ঘটনার সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা সইদকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।

জেলের ভেতর থেকে হট্টগোল শুনে নিরাপত্তারক্ষীরা দ্রুত সইদের সেলে পৌঁছান এবং হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করেন। জেলের মধ্যেই আহত সইদের প্রাথমিক চিকিৎসা চলছে।

হামলার কারণ নিয়ে ধোঁয়াশা

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। অভিযুক্ত তিন বন্দির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। 

হাই প্রোফাইল বন্দিদের নিরাপত্তা আরও কঠোর

ঘটনার পর সবরমতী জেলে হাই প্রোফাইল বন্দিদের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। জেল সুপার বলেন, “এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তার জন্য অতিরিক্ত নজরদারি, সেলের ভিতর থেকে বাহির পর্যন্ত পর্যবেক্ষণ এবং নিরাপত্তা শৃঙ্খলা আরও কঠোর করা হয়েছে।”

রাইসিন কী?

রাইসিন বিষ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী জৈব রাসায়নিক। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) এটিকে ‘গ্রেড বি বায়োলজিক্যাল উইপন এজেন্ট’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। ‘কেমিক্যাল উইপনস কনভেনশন’ এটি ‘স্কেডিউল–ওয়ান’ অস্ত্র হিসেবেও চিহ্নিত। রাইসিন স্তন্যপায়ী প্রাণীর কোষে প্রোটিন উৎপাদন বন্ধ করে কোষের মৃত্যু ঘটায়। রাইসিনের কোনও নির্দিষ্ট প্রতিষেধক নেই।