Tuesday, December 16, 2025
দেশ

বছরের পর বছর তাঁবুতে ছিলেন রাম, এবার তাঁর জন্য মন্দির হবে: মোদী

অযোধ্যা: দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হল। এর মাধ্যমেই শুরু হল রাম মন্দির নির্মাণের কাজ। এদিন ভূমিপুজোয় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী-সহ ১৭৫ জন বিশিষ্ট ব্যক্তি। ভগবান শ্রী রাম চন্দ্রের মন্দির তৈরিতে গর্বিত গোটা দেশ। দেশব্যাপী এদিন শ্রদ্ধা জানানো হচ্ছে শ্রী রামকে।

রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সকল দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে রামভক্তদের প্রতি তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোদী।

এদিন তাঁর বক্তব্যের শুরুতেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন প্রধানমন্ত্রী। নমো বলেন, এই স্লোগান শুধু অযোধ্যা নয়, গোটা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বলেন, বছরের পর বছর তাঁবুতে দিন কাটিয়েছেন রাম লালা। এবার তাঁর নিজের একটা মন্দির হবে।

মোদী বলেন, ৫০০ বছর ধরে রাম জন্মভূমি শুধু ভাঙা আর আবার গড়া দেখেছে। আজ তা বন্ধ হল। আমাদের সবার হৃদয়ে ভগবান রামচন্দ্র আছেন। আমরা যাই কাজ করি না কেন, রাম আমাদের অনুপ্রেরণা।

প্রধানমন্ত্রী বলেন, রামের অস্তিত্বকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু রাম ভারতের সংস্কৃতির সঙ্গে মিশে আছেন। রাম মন্দির গড়ার স্বপ্ন সফল করার পেছনে বহু মানুষের বহু বছরের চেষ্টা, আত্মনিবেদন এবং সংকল্প রয়েছে। তাঁদের সবাইকে প্রণাম জানাই।