এতদিনের অপেক্ষা সার্থক হল, ভূমিপুজোর আগে আবেগতাড়িত আডবাণী
নয়াদিল্লি: আজ, ৫ আগস্ট ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপুজো। তার আগে ভিডিও বার্তায় আবেগতাড়িত হয়ে পড়লেন বর্ষীয়ান বিজেপি নেতা এল কে লালকৃষ্ণ আডবাণী। তাঁর কাছে আজকের এই দিনটি শুধু ঐতিহাসিক নয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণও বটে।
লালকৃষ্ণ আডবাণী বলেন, জীবনের কিছু স্বপ্ন পূর্ণ হতে সময় লাগে। কিন্তু যখন সেটি চরিতার্থ হয়, তখন মনে হয় প্রতীক্ষা সার্থক হল। ৯২ বছর বয়সী আডবাণীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভূমিপুজো করবেন। এটা সমস্ত ভারতীয়র কাছে একটা মহৎ দিন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ বিজেপির নির্বাচনী ইস্তাহারে ছিল।
রাম মন্দির নির্মাণের দাবিতে ১৯৯০ সালে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার কাণ্ডারী ছিলেন লালকৃষ্ণ আডবাণী। বাবরি মসজিদ ধ্বংস এবং অযোধ্যায় রাম মন্দিরের ইস্যু উঠলেই উঠে এসেছে আডবাণী, উমা ভারতীর নাম।
করোনা সংক্রমণের জেরে সশরীরে অযোধ্যায় হাজির হতে পারেননি বর্ষীয়ান লালকৃষ্ণ আডবাণী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিপুজোর অনুষ্ঠান দেখবেন তিনি।


