Sunday, November 23, 2025
দেশ

মোদী পদবি মন্তব্যে জেলযাত্রা আটকাতে সোমবার উচ্চ আদালতে রাহুল গান্ধী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে সুরাট জেলা আদালত। রাহুলকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। যার জেড়ে তার সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছে। এক মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এরপরেই প্রশ্ন উঠছিল নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে কবে যাবেন রাহুল?

কংগ্রেস সূত্রে খবর, সোমবারই রাহুল গান্ধী সুরাটের জেলা আদালতের রায়ের বিরুদ্ধে সুরাটের দায়রা আদালত বা সেশনস কোর্টে মামলা করতে চলেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে কর্ণাটকে ভোটের প্রচারে ‘সব চোরেদের পদবি মোদী কেন’ মন্তব্য করেছিলেন রাহুল। এরপরেই তার বিরুদ্ধে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী সুরাট জেলা আদালতে মামলা করেছিলেন। সেই মানহানির ফৌজদারি মামলার অপরাধে সুরাট জেলা আদালত রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেয়।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।