বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের মাত্র ৩টি
নয়াদিল্লি: বিশ্বের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। বুধবার প্রকাশিত হয়েছে কোয়াকুইরেলি সাইমন্ডস (QS World University Rankings) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিংস ২০২২-এর ফলাফল। সদ্য প্রাকাশিত এই তালিকায় স্থান পাওয়া ভারতের তিনটি বিশ্ববিদ্যালয় হল- আইআইটি বম্বে (IIT Bombay), আইআইটি দিল্লি (IIT Delhi) এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস (IISC)। তাৎপর্যপূর্ণভাবে গত পাঁচ বছরে প্রতিবারই সেরা ২০০-র তালিকায় থেকেছে এই ৩ বিশ্ববিদ্যালয়।
গবেষণায় বিশ্বে সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস। গবেষণা করার পরিকাঠামোর বিচারে সমস্ত স্কোরে ১০০ তে ১০০ পেয়েছে আইআইএসসি বেঙ্গালুরু। অন্যদিকে, বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের মোট ২২টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
বিশ্বের সেরা ১০০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্বে ৮০১ তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ৭০১ থেকে ৭৫০ এর তালিকায় রয়েছে আই আই টি ভুবনেশ্বর। ৮০১ থেকে ১০০০ এর তালিকায় রয়েছে পন্ডিচেরী বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ‘ও’ অনুসন্ধান।
বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। গবেষণার সুযোগ, ছাত্র-শিক্ষক অনুপাত, পরিকাঠামো ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা করে নম্বর দেওয়া হয়ে। এরপর তার গড় হিসাব করা হয়। এর মাধ্যমেই ক্রমতালিকা করা হয় বিশ্ববিদ্যালয়গুলির।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

