বিনামূল্যে টিকার জন্যে মোদীকে ধন্যবাদ জানাতে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে বিশেষ নির্দেশ UGC-র
নয়াদিল্লি: ২১ জুন বিশ্ব যোগ দিবসের দিন থেকেই ১৮ ঊর্ধ্বদের সবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতিতে যা এক কথায় কেন্দ্রের মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। ১৮ ঊর্ধ্ব সকল দেশবাসীকে বিনামূল্যে টিকা প্রদানের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে বলে দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে বিশেষ নির্দেশ দিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (University Grants Commission সংক্ষেপে UGC)।
ইউজিসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সকল উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে ফ্লেক্স লাগাতে হবে। যাতে ১৮ ঊর্ধ্ব সকল দেশবাসীকে বিনামূল্যে টিকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপনসূচক বার্তা থাকবে। ইউজিসির এই বিজ্ঞপ্তি ঘিরে শুরু বিতর্ক শুরু হয়েছে।
ইউজিসি-র তরফে ইমেল পাঠানো হয়েছে দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। তাতে লেখা, ২১ জুন থেকে দেশে ১৮ ঊর্দ্ধদের বিনামূল্যে টিকাকরণ শুরু হয়েছে। দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে অনুরোধ করা হচ্ছে যাতে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে ধন্যবাদজ্ঞাপন হোর্ডিং লাগানো হয়। ধন্যবাদ জ্ঞাপন বার্তা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে হিন্দি এবং ইংরেজিতে তৈরি করে তার ডিজাইনও ইমেলে পাঠানো হয়েছে।
শিক্ষা মহলের একাংশ বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তারা ইউজিসির এই নির্দেশে টিকাকরণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন। ইমেল মারফৎ ইউজিসির পাঠানো সেই ব্যানারে ‘থ্যাঙ্ক ইউ পিএম মোদী’ লেখা রয়েছে। ইতিমধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই ইমেল পেয়েছে বলে জানিয়েছে।
তবে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিষয়টিকে রাজনীতির রঙ দিতে নারাজ। তাদের মতে, করোনার এই কঠিন পরিস্থিতিতে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

