Monday, December 15, 2025
দেশ

রাম মন্দির প্রতিষ্ঠা রাষ্ট্র নির্মাণের পদক্ষেপ, আজ ‘জয় শ্রী রাম’ ধ্বনি গোটা বিশ্বে শোনা যাচ্ছে: মোদী

অযোধ্যা: ৫০০ বছরের বিতর্কের অবসান ঘটিয়ে ঐতিহাসিক মুহূর্ত। রুপোর বেলচা দিয়ে অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৮৯ সালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২ লাখ ৭৫ হাজার ইট পাঠিয়েছিল রাম ভক্তরা। যার মধ্যে ‘জয় শ্রী রাম’ খোদাই করা নয়টি ইট বাছাই করা হয়।

নরেন্দ্র মোদী বলেন, রাম মন্দির প্রতিষ্ঠা রাষ্ট্র নির্মাণের পদক্ষেপ। আজ জয় শ্রী রামের ধ্বনি শুধু অযোধ্যা নয়, গোটা বিশ্বে শোনা যাচ্ছে। দেশের স্বাধীনতা যুদ্ধের মতোই রাম মন্দিরের জন্য কয়েক শতাব্দী ধরে অনেকে আন্দোলন করেছেন। আজ তারই ফল পেয়েছি আমরা। ১৩০ কোটি দেশবাসীর তরফ সেই সমস্ত মানুষকে প্রণাম জানা যাদের ত্যাগ ও বলিদানের জন্য আজ রাম মন্দিরের স্বপ্ন পূর্ণ হয়েছে।

মোদী বলেন, রাম জন্মভূমিতে আসার আগে আমি হনুমানগড়িতে পুজো দিয়েছি। কারণ রামের সব কাজ তো হনুমানই করেন। তাঁরই আশীর্বাদে এই কাজ করতে পেরেছি আমরা।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ অযোধ্যা পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণেশ পুজো করে ভূমিপুজো শুরু হয়। ভূমিপুজো শেষ হওয়ার পরে রুপোর বেলচা দিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী।