Sunday, December 14, 2025
দেশ

করোনায় প্রয়াত মোদীর কাকিমা

গান্ধীনগর: করোনার দ্বিতীয় ধাক্কায় শোচনীয় অবস্থা ভারতের। আক্রান্ত ও মৃতের সংখ্যায় প্রতিদিনই নয়া রেকর্ড হচ্ছে। এবার করোনার থাবা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারেও। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মোদীর কাকিমা নর্মদাবেন মোদীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সংবাদসংস্থা পিটিআইকে মোদীর ছোটো ভাই প্রহ্লাদ জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার তাঁর কাকিমার অবস্থার অবনতি হওয়ায় ১০ দিন আগে তাঁকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।


নর্মদাবেন মোদী তাঁর সন্তানদের সঙ্গে আমদাবাদের নিউ রনিপ এলাকায় থাকতেন। অনেক আগেই তাঁর স্বামী জগজীবদাসের মৃত্যু হয়েছিল। যিনি প্রধানমন্ত্রীর বাবা দামোদরদাসের ভাই ছিলেন।

এদিনই করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে ছিলেন ক্যাবিনটে সেক্রেটারি রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা-সহ একাধিক উচ্চপদস্থ কর্তারা।

বৈঠকের পর জানানো হয়েছে, গত ৮ মাসে দেশে তরল অক্সিজেন উৎপাদনের পরিমাণ বেড়েছে। গত বছরের আগস্টে দেশে দৈনিক ৫,৭০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন উৎপাদিত হত। চলতি বছরের ২৫ এপ্রিল তা বেড়ে দাঁড়িয়েছে ৮,৯২২ মেট্রিক টন। চলতি মাসের শেষের মধ্যে উৎপাদন ক্ষমতা ৯,২৫০ মেট্রিক টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।