Tuesday, November 11, 2025
Latestদেশ

দু’দিনের জন্য ভুটান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ১১ ও ১২ নভেম্বর দু’দিনের সফরে ভুটান যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী তাঁর ভুটান সফরে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে অন্যতম হল পুনাতসাংছু-দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প, যা দুই দেশের সহযোগিতার প্রতীক হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও তিনি ভুটানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

ভুটানের শীর্ষ সংবাদমাধ্যম কুয়েনসেল জানিয়েছে, প্রাক্তন রাজার জন্মদিন উপলক্ষে আয়োজিত উদযাপনে মোদী থাকবেন বিশেষ অতিথি হিসেবে।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সোমবার বলেন, “ভারত-ভুটান সম্পর্ক হাজার বছরের পুরনো। ভারতের বহু আধ্যাত্মিক গুরু ভুটানে এসেছেন, কেউ কেউ এখানেই স্থায়ীভাবে বসবাসও করেছেন। এই ঐতিহাসিক সম্পর্ক আজও আমাদের বন্ধুত্বের ভিতকে মজবুত করে রেখেছে।”

তিনি আরও জানান, ভারতের সহযোগিতায় ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটিকে একটি আন্তর্জাতিক বজ্রযান অনুশীলন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শেরিং টোবগে বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সহায়তায় গেলেফুকে বজ্রযান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ইতিমধ্যেই আমরা আন্তর্জাতিক বজ্রযান সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি।”

ভুটানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছা আজ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করেছে। তিনি বলেন, “আমাদের রাজা এবং ভারতের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক থেকেই ভুটান যথেষ্ট উপকৃত হয়েছে।”