দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ, ১৮ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। আগামী ১৮ জানুয়ারি এই অত্যাধুনিক ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ১৭ জানুয়ারি উত্তরবঙ্গের মালদহে একটি জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ১৮ জানুয়ারি হাওড়ায় বন্দে ভারত ট্রেন উদ্বোধনের পাশাপাশি হাওড়ায় জনসভাতে যোগ দেবেন মোদী। বিজেপি সূত্রে খবর, ‘পরিবর্তন সংকল্প সভা’-তে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন।
বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে বছরের শুরু থেকেই রাজ্যে প্রচারের গতি বাড়িয়েছে শাসকদল তৃণমূল। পাল্টা জবাব দিতে বিজেপিও কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে এনে রাজনৈতিক প্রচারের সুর চড়াচ্ছে। তারই অঙ্গ হিসেবে জানুয়ারিতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলবে হাওড়া–কামাখ্যা রুটে। পথে এই ট্রেন থামবে ব্যান্ডেল, কাটোয়া, মালদহ টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। প্রায় ৯৬৬ কিলোমিটার পথ অতিক্রম করে ১৪ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছবে এই ট্রেন।
ভাড়ার দিক থেকে থার্ড এসিতে খাবার খরচ-সহ ভাড়া রাখা হয়েছে ২,৩০০ টাকা, সেকেন্ড এসির জন্য ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসিতে যাতায়াত করতে খরচ পড়বে ৩,৬০০ টাকা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বন্দে ভারত স্লিপার ট্রেনে রয়েছে ১৬টি কোচ। একসঙ্গে সর্বাধিক ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন।
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ায় পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে নতুন দিগন্ত খুলবে বলে মনে করছে রেল মহল। একই সঙ্গে এই উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও বাড়ছে উত্তাপ।


