রবিবার এক লাখ কোটি টাকার কৃষি তহবিলের উদ্বোধন করবেন মোদী
নয়াদিল্লি: কৃষি পরিকাঠামো উন্নয়নের জন্য এক লাখ কোটি টাকার তহবিল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রীর দফতর (PMO) জানিয়েছে, রবিবার সকাল ১১টায় কৃষি পরিকাঠামো তহবিলের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি, একই সাথে এদিন পিএম কিষান প্রকল্পে ১৭ হাজার কোটি টাকার ষষ্ঠ কিস্তির টাকাও বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে উপকৃত হবেন প্রায় সাড়ে আট কোটি কৃষক।
উল্লেখ্য, করোনা সংকট মোকাবিলায় ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারই একটি অংশ এই এক লাখ কোটি টাকার কৃষি কাঠামো তহবিল। আগামী ১০ বছরে কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে এই বরাদ্দ করা হয়েছে।
মোদী সরকারের মতে, এই তহবিল ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনার পরিকাঠমো, গোষ্ঠী কৃষি, কোল্ড স্টোরেজ, কৃষি ফসল সংগ্রহ কেন্দ্র ও প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির অনুঘটক হিসেবে কাজ করবে। এর ফলে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা ফসলের নায্য দাম পাবে।
কৃষকদের সুবিধার্থে ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সঙ্গে ১২ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মউ সাক্ষর করেছে। তিন শতাংশ হারে সুদ দেওয়া হবে। সর্বাধিক দুই কোটি টাকা কৃষিঋণ দেওয়া হবে।
এর আগে ২০১৮ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা প্রকল্পে সরাসরি কৃষকদের ৭৫ হাজার কোটি টাকা সহায়তা করা হয়। এতে উপকৃত হয়েছেন ৯.৯ কোটির বেশি কৃষক।


