Sunday, December 14, 2025
দেশ

রাম জন্মভূমিতে সাষ্টাঙ্গে প্রণাম করলেন মোদী, দেখুন ভিডিও

অযোধ্যা: রাম জন্মভূমিতে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরতিও করেন নমো। বুধবার সকালে অযোধ্যায় পৌঁছন মোদী৷ তারপর হনুমানগড়ি মন্দিরে পুজো দিতে যান নমো৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে হনুমানগড়ি মন্দিরে যান মোদী। সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ ভগবান হনুমানের মন্দিরে আরতি করেন। তারপর মন্দিরের পরিক্রমা করেন। মন্দিরের প্রধান মহন্ত রমেশ দাস মোদীকে একটি পাগড়ি, মুকুট উপহার দেন।

সাষ্টাঙ্গে প্রণামের সেই ভিডিও –


হনুমানগড়ি মন্দিরে ১০ মিনিট কাটানোর পর রাম জন্মভূমির উদ্দেশে রওনা দেন মোদী-যোগী। রাম জন্মভূমিতে পৌঁছে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরতি করেন। পুষ্প নিবেদন করেন।

বেলা ১২ টা ৪৪ মিনিটে শেষ হয় রাম মন্দিরের ভূমিপুজো। ভূমিপুজোয় অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরআরএস প্রধান মোহন ভাগবত। ভূমিপুজো শেষ হওয়ার পর রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।