কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী
কোঝিকোড়: ভারী বৃষ্টি। তার মধ্যে বিমান ওঠানামার কাজ নিঃসন্দেহে পাইলটদের কাছে যথেষ্ট কঠিন৷ পিচ্ছিল রানওয়েতে বিমানের চাকা স্কিড করলেই বিপদ। ঠিক যেমনটা ঘটল শুক্রবার কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান রানওয়েতে অবতরণের সময় পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেল৷ দুবাই থেকে ফিরছিল বিমানটি।
শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনাস্থলেই মারা যান বিমানের পাইলট৷ পাশাপাশি, সহকারি পাইলট সহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহতের সংখ্যা ১২৩৷ যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইটে তিনি লিখেছেন, কোঝিকড়ের বিমান দুর্ঘটনায় অসম্ভব যন্ত্রণা অনুভব করছি৷ আহতরা দ্রুত সেরে উঠুন৷ কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই পরিস্থিতি নিয়ে কথা বলেছি৷ উদ্ধারকার্য দ্রুততার সঙ্গে করা হচ্ছে৷
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিত শাহ টুইটে লিখেছেন, কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব উদ্ধারকাজের জন্য এনডিআরএফকে নির্দেশ দিয়েছি।


