Wednesday, November 26, 2025
বিনোদন

ভারতের জোড়া অস্কার জয়ে উচ্ছসিত মোদী, RRR এবং দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ ১৪ বছরের খরা কাটিয়ে জোড়া অস্কার জিতলো ভারত। সেরা মৌলিক গানের জন্য দক্ষিণী সিনেমা RRR এর ‘নাটু নাটু’ এবং সেরা তথ্যচিত্র শর্টের জন্য তামিল সিনেমা দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স অস্কার জিতেছে। এই সাফল্যে উচ্ছসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

RRR-এর সাফল্যে মোদী টুইটে লিখেছেন, ‘অসাধারণ! বিশ্বজুড়ে নাটু নাটু গানের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এটি এমন একটি গান যার জনপ্রিয়তা এক বছর পরও ফিকে হয়নি। পুরো টিমকে আমার তরফে শুভেচ্ছা। অস্কার জিতে আজ ভারত গর্বিত।’

দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সকে সাফল্যে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পুরো টিমকে আমার তরফে অনেক শুভেচ্ছা। তাঁদের অসাধারণ এই কাজ সকলের নজর কেড়েছে। প্রকৃতির সঙ্গে পশুদের সামঞ্জস্যপূর্ণ জীবনকে সুন্দর আঙ্গিকে তুলে ধরেছে।’