ভুল তথ্য দিয়েছেন নুসরত, তদন্তের দাবিতে স্পিকারকে চিঠি বিজেপি সাংসদের
নয়াদিল্লি: বিতর্ক আর নুরসত জাহান (Nusrat Jahan) যেন সমার্থক শব্দ! অভিনেত্রী তথা তৃণমূল সাংসদকে নিয়ে বিতর্ক থেমে নেই। এবার নুসরতের বিরুদ্ধে এথিকস কমিটির তদন্ত চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) চিঠি লিখলেন উত্তরপ্রদেশের বদায়ুনের (Badaun) বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য (Sanghamitra Maurya)।
বিজেপি সাংসদের অভিযোগ, সংসদে নিজের বৈবাহিক জীবন নিয়ে ভুল দিয়েছেন নুসরত। তাই বসিরহাটের সাংসদের বিরুদ্ধে এথিকস কমিটির তদন্ত হোক। গত গত ১৯ জুন স্পিকারের উদ্দেশ্যে চিঠিটি লেখেন ।
লোকসভার নথিতে নুসরত তার স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করেছেন। তবে কয়েকদিন আগে নুসরত দাবি করেছেন, এই বিয়ে বৈধ নয়, নিখিলের সাথে শুধু সহবাস করেছেন কে। যা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। রাজনৈতিক দলগুলোও বিষয়টি নিয়ে মাঠে নেমে পড়েন। শুরু হয় একে অপরকে কুরুচিকর আক্রমণ।
লোকসভার অধ্যক্ষকে সংঙ্ঘমিত্রা মৌর্য চিঠিতে লিখেছেন, শপথগ্রহণের সময় নিজের নাম নুসরত জাহান রুহি জৈন বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ। তবে সম্প্রতি নিজের বৈবাহিক জীবন নিয়ে যে মন্তব্য তিনি করেছেন তার সঙ্গে লোকসভার নথির তথ্য মিলছে না। যা রীতিমতো অনৈতিক ও বেআইনি। তাই বিষয়টি তদন্ত করে দেখা হোক।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।