Wednesday, November 26, 2025
আন্তর্জাতিক

রমজান চলাকালীন মসজিদে লাউডস্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা জারি সৌদি আরবের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রমজান নিয়ে একাধিক নির্দেশিকা জারি করলো সৌদি আরব প্রশাসন। সৌদি সরকারের সিদ্ধান্তগুলো গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে হতাশ করেছে।

সৌদি প্রশাসন নির্দেশিকায় বলেছে,

১. রমজান চলাকালীন মসজিদে লাউডস্পিকার বাজানো যাবে না। কোনও প্রার্থনাই আর সম্প্রচার করা যাবে না। এমনকি ইফতারও আর সম্প্রচারিত হবে না।

২. মসজিদে কোনও চাঁদা বা অনুদান নেওয়া হবে না।

৩. মসজিদের ভিতরে সূর্যাস্তের পর ইফতারের খাবার খাওয়া যাবে না।

৪. স্বল্প সময়ের জন্যই প্রার্থনা করার অনুমতি দেওয়া হবে সকলকে। শিশুদের মসজিদের ভিতরে প্রবেশ নিষিদ্ধ। মসজিদে প্রবেশ করতে গেলে সচিত্র পরিচয়পত্র লাগবে।


৫. মক্কা এবং মদিনা ছাড়া বাকি সমস্ত মসজিদে প্রার্থনার শব্দ অল্পমাত্রায় রাখতে হবে। প্রার্থনা কোনওভাবেই সম্প্রচার করা যাবে না।

৬. মসজিদের ভিতরে কোনও ইমাম কিংবা প্রার্থনারতদের ছবি তোলা যাবে না।

সৌদি আরবের এই নির্দেশিকা গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে হতাশ করেছে। বিশ্লেষক সামি হামদি টুইটে বলেছেন, সৌদি আরব বর্তমানে ইসলামকে আর মূল স্তম্ভ হিসেবে মনে করে না। সেই পরিচিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।