Nitish Kumar : মোদীর পা ছুঁয়ে প্রণাম নীতিশের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। পাটনার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথগ্রহণের পর নীতীশকে অভিনন্দন জানান মোদী। পরে পাটনা বিমানবন্দরে মোদীকে বিদায় জানাতে গিয়ে মোদীর পা ছুঁয়ে প্রণাম করতে উদ্যত হন নীতিশ। তবে মুহূর্তেই তাঁকে থামিয়ে দেন প্রধানমন্ত্রী।
पटना में शपथ ग्रहण समारोह के बाद, विदाई देते समय, सीएम नीतीश कुमार ने पीएम नरेंद्र मोदी जी के सम्मान में उनके पैर छुए। 🙌 pic.twitter.com/nTuTi0RBld
— Kunal Patel. 🇮🇳 (@krunalp531) November 20, 2025
তবে এবারই প্রথম নয়। এর আগে দ্বারভাঙায় এক অনুষ্ঠানের মঞ্চে মোদীর পা ছুঁতে এগোতেই তাঁকে আটকান প্রধানমন্ত্রী। তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে নীতিশকে হাত বাড়িয়ে করমর্দনের মাধ্যমে থামিয়ে দেন।
সমীকরণের এই পুনরাবৃত্তি আরও কয়েক মাস আগেও দেখা গিয়েছে। জুন মাসে সংসদের কেন্দ্রীয় হলেও লোকসভা নির্বাচনের প্রচারের সময়, দু’বার মোদীর পা ছুঁয়ে প্রণাম করতে যান নীতিশ। দুই ক্ষেত্রেও প্রধানমন্ত্রী তাঁকে থামিয়ে দেন।
উল্লেখ্য, মোদীর বয়স ৭৫ বছর। আর নীতিশ কুমারের বয়স ৭৪ বছর। অর্থাৎ মোদীর থেকে মাত্র ১ বছরের ছোট নীতিশ কুমার।


