Mustafizur Rahman: বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, আইপিএলে কেন বাংলাদেশি খেলোয়াড়? টুর্নামেন্ট বানচাল করার হুমকি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক হামলার অভিযোগ। এই পরিস্থিতিতে এবার আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় নেওয়ার ঘটনাকে ঘিরে তুমুল বিতর্ক। কলকাতা নাইট রাইডার্সে (KKR) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন উজ্জয়নের এক ধর্মগুরু। ওই ধর্মগুরুর দাবি, ‘মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে দেওয়া হলে স্টেডিয়ামে ঢুকে খেলা বানচাল করা হবে।’
উজ্জয়নের ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ হুমকির সুরে বলেন, “বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, আর সেই দেশের ক্রিকেটার ভারতে এসে কোটি কোটি টাকা কামাবে এটা চলতে পারে না। ওই বাংলাদেশিকে যদি আইপিএলে খেলানো হয়, তাহলে হিন্দুত্ববাদীরা স্টেডিয়ামে ঢুকে খেলা বন্ধ করে দেবে, পিচ পর্যন্ত নষ্ট করে দেওয়া হবে।”
রেকর্ড মূল্যে কেকেআরে মুস্তাফিজ
চলতি আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঐতিহাসিকভাবে কেকেআরকে বাংলাদেশি ক্রিকেটারদের ‘আশ্রয়স্থল’ হিসেবেই দেখা হয়। অতীতে মাশরাফি মূর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাস একাধিক বাংলাদেশি তারকা নাইট শিবিরে খেলেছেন।
সব কিছু ঠিক থাকলে আসন্ন আইপিএলে নাইট জার্সি গায়েই মাঠে নামার কথা মুস্তাফিজুরের। কিন্তু নিলামের পরেই পরিস্থিতি বদলে যায়।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, ক্ষোভ ভারতের
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সংখ্যালঘু হিন্দুদের উপর মৌলবাদী হামলার অভিযোগ ক্রমশ বাড়ছে। শেখ হাসিনার অপসারণ ঘিরে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে উগ্রপন্থীদের আস্ফালনে পরিণত হয়েছে বলে অভিযোগ। একাধিক জায়গায় ধর্মীয় কারণে হিন্দুদের উপর হামলার খবর সামনে এসেছে।
সম্প্রতি দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড সেই অভিযোগকে আরও উসকে দেয়। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট মহল কার্যত নীরব থেকেছে বলে অভিযোগ উঠছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের তরফে কোনও প্রকাশ্য প্রতিবাদ বা সামাজিক মাধ্যমে মন্তব্য না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের একাংশ ক্রিকেটপ্রেমী।
আইপিএল কর্তৃপক্ষের নীরবতা
মুস্তাফিজুরকে খেলানো নিয়ে উগ্র আপত্তি জানালেও এখনও পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ বা কেকেআর ম্যানেজমেন্টের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


