‘বিচ্ছেদের পর মুসলিম মহিলাও খোরপোষ চাইতে পারবেন’, জানালো পাটনা হাইকোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাটনার পারিবারিক আদালত সম্প্রতি এক ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে সাফ জানানো হয়েছে, একজন মুসলিম মহিলাও তার প্রাক্তন স্বামী থেকে খোরপোষ (ভরণপোষণ) দাবি করতে পারবেন। বিচারপতি জিতেন্দ্র কুমারের সিঙ্গল বেঞ্চের নির্দেশে প্রাক্তন স্বামীকে প্রতিমাসে ৭ হাজার টাকা খরপোষ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, বিয়ের পরই গার্হস্থ্য নির্যাতনের শিকার হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ, স্বামী তার বিরুদ্ধে ক্রমাগত নির্যাতন চালিয়ে তাকে তার বাবার বাড়িতে ফিরে যেতে বাধ্য করেছিলেন। ২০১৩ সালে ইসলামিক বা মুসলিম ধর্ম অনুযায়ী পারস্পরিক সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে প্রাক্তন স্বামী খোরপোষ দিতে রাজি হননি। সেই অবস্থায় মহিলা উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং মামলা শুনানি শুরু হয়।
আদালতে প্রাক্তন স্বামীর দাবি ছিল, বিবাহবিচ্ছেদে তিনি এককালীন এক লক্ষ টাকা খরপোষ দিয়ে দিয়েছেন, যার ফলে তাঁর আর কোনও দায়িত্ব নেই। তবে বিচারপতি জিতেন্দ্র কুমার ওই যুক্তি খারিজ করে দেন। তিনি উল্লেখ করেন শাহবানো মামলার সিদ্ধান্ত এবং বলেন, পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রী খোরপোষ পাওয়ার পূর্ণ অধিকার রাখেন, বিশেষ করে যখন তিনি পুনরায় বিয়ে করেননি এবং তার ভবিষ্যতের জন্য স্বামীর পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
আদালতের নির্দেশ অনুযায়ী, প্রাথমিক দাবী ছিল প্রতিমাসে ১৫ হাজার টাকা খোরপোষ। মহিলা উল্লেখ করেছিলেন, প্রাক্তন স্বামী বিদেশে চাকরি করেন এবং মাসে এক লক্ষ টাকার অধিক আয় করেন। তবে আদালত সামঞ্জস্য বিবেচনা করে প্রতিমাসে ৭ হাজার টাকা খোরপোষ প্রদানের নির্দেশ দিয়েছেন।


