Sunday, December 21, 2025
Latestরাজ্য​

Narendra Modi: ‘অনুপ্রবেশকারীদের বাঁচাতে SIR-এর বিরোধিতা করছে তৃণমূল’, কড়া আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বাকি আর ৫ মাস। তার আগে পশ্চিমবঙ্গ সফরে এসে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়াশার কারণে এদিন তাহেরপুরের সভাস্থলে সশরীরে যেতে পারেননি মোদী। 

অডিওবার্তায় মোদী বলেন, ‘তৃণমূল SIR এর বিরোধিতা করছে। কারণ তৃণমূল অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে। অনুপ্রবেশকারীদের কাছে তৃণমূল খুব প্রিয়। অনুপ্রবেশকারীদের লালন-পালন করছে তৃণমূল।’

মোদী বলেন, “আজ দেশ দ্রুত উন্নয়ন চায়। বিহার আবারও এনডিএ সরকারকে উন্নয়নের জন্য বিশাল জনাদেশ দিয়েছে। বিহারও বাংলায় বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে।”

মোদী বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গে তাদের ‘মহা জঙ্গলরাজ’ শেষ করবে। বিহার এক কণ্ঠে ‘জঙ্গলরাজ’-এর শাসন প্রত্যাখ্যান করেছে। ২০ বছর পরও, তারা বিজেপি-এনডিএকে আগের চেয়ে বেশি আসন দিয়েছে। আমরা বাংলায় তৃণমূলের ‘মহা জঙ্গলরাজ’-এর অবসান ঘটাব, যেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, তোষণের রাজনীতি রাজত্ব করছে।”