‘আমরাই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি’, ভাষা বিতর্কের মধ্যে বললেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দমদমে শুক্রবার জনসভা থেকে পশ্চিমবঙ্গের উন্নয়নের রোডম্যাপ সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য বিজেপির সরকার গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা গড়ে তুলব। বিকশিত বাংলা, মোদীর গ্যারান্টি।”
বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গ
ভাষা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মোদী দাবি করেন, বিজেপি সরকারই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। তাঁর কথায়, “বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।” বাংলার গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও শোনা যায় তাঁর কণ্ঠে।
তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ
মোদি এদিন তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে বলেন, “তৃণমূল উন্নয়নের শত্রু। দমদমের মানুষও তার সাক্ষী। স্মার্ট সিটি মিশনে এখানকার অনেক উন্নতি হতে পারত, কিন্তু তৃণমূল সরকার সেই প্রকল্পে যুক্ত হল না।” অভিযোগ তুলে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের কাজ হল কেন্দ্রীয় প্রকল্পে বাধা দেওয়া।
বিকল্প হিসেবে বিজেপি
রাজ্যের মানুষকে বার্তা দিয়ে মোদী বলেন, “আপনারা একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। বাংলার উন্নয়নকে আর আটকে রাখা যাবে না। আমরা বাংলার গৌরব ফিরিয়ে আনব।”
সভা থেকে বিজেপির নতুন স্লোগানও দেন প্রধানমন্ত্রী— “বাঁচতে চাই, বিজেপি তাই।”
উল্লেখ্য, ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্তার অভিযোগ উঠেছে। মোদীর বক্তব্যে উঠে এল সেই প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বুঝিয়ে দিলেন- বাঙালি নয়, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই টার্গেট।