‘দেশের এমনই রাজাকে প্রয়োজন’, গীতার শ্লোক উল্লেখ করে যোগীর প্রশংসায় গড়করি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের আইন-শৃঙ্খলা সফলভাবে নিয়ন্ত্রণ করার জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি বলেন, উত্তরপ্রদেশ ঢালাও বিনিয়োগের সাথে ব্যাপক উন্নয়নের সাক্ষী হচ্ছে।
গড়করি সোমবার গোরখপুরে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এনএইচএআই) এর 18টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন। অনুষ্ঠানে গড়করি বলেন, “উত্তরপ্রদেশ শীঘ্রই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হিসেবে আবির্ভূত হবে।”
গড়করি বলেন, “ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, যখনই সমাজের জন্য ক্ষতিকর, অন্যায় ও অত্যাচারী লোকের অশুভ প্রবৃত্তির প্রভাব বেড়ে যায়, তখনই তিনি মানুষকে রক্ষা করার জন্য নিজেকে অবতারণা করেন। একইভাবে, উত্তরপ্রদেশে যোগীজি গ্রহণ করেছেন। সাধারণ মানুষকে রক্ষা করতে অশুভ শক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ।”
গড়করি বলেন, “যারা অন্যায় করে, তাদের উপড়ে ফেলার মত মানুষ চাই বর্তমান সময়ে। যোগী আদিত্যনাথ তেমনই একজন। সাধারণ মানুষকে রক্ষা করতে এমনই রাজার প্রয়োজন।”

