Sunday, December 21, 2025
Latestরাজ্য​

‘প্রত্যেক মতুয়া, উদ্বাস্তু হিন্দু CAA-এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাবেন’, জানালেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মতুয়া ও উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, ‘আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাণাঘাটের সভায় আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়ার কারণে সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারিনি। নিচে সেই বিষয়গুলির বিবরণ দিলাম-

১. আমি প্রত্যেকটি মতুয়া ও নম:শূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, আমরা সর্বদা তাঁদের সেবা করব। তাঁরা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই। তাঁরা আমাদের সরকারের প্রণয়ন করা CAA-এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করার অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মতুয়া ও নম:শূদ্র সমাজের জন্যে আমরা আরো বেশি করে কাজ করব।

২. পশ্চিমবঙ্গের জনগণকে ক্ষমতায়িত করতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। ইতিমধ্যেই ৫২ লাখ বাড়ি মঞ্জুর হয়েছে, যা প্রত্যেক নাগরিকের মাথার ওপর ছাদ সুনিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করবে। রাজ্যের এক কোটিরও বেশি পরিবার জল জীবন মিশনের সুবিধা পেয়েছে। একবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে এই কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং সুবিধাপ্রাপকদের সংখ্যাও বাড়বে।

৩. পশ্চিমবঙ্গের জনগণকে উন্নতমানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ১৩,০০০-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণ করা হয়েছে। এছাড়াও ৭৫০-টিরও বেশি পি এম- বিজেপি কেন্দ্র রয়েছে, যেখানে সুলভ মূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

৪. বিহারের জনগণ আবারো প্রমাণ করেছেন যে তারা আর ‘জঙ্গল রাজ’-এর প্রত্যাবর্তন চান না। এখন সময় এসেছে পশ্চিমবঙ্গকেও তৃণমূল কংগ্রেসের তৈরি করা ‘মহা জঙ্গল রাজ’ থেকে মুক্ত করার। বিজেপি বিশ্বাস করে কাজের গতি ও পরিসরে। সুশাসনেও। কিন্তু তৃণমূল কংগ্রেসের একমাত্র চিন্তা কাটমানি ও কমিশন নিয়ে। আবাসন, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, শিক্ষা সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প শুধুমাত্র তৃণমূলের অসহযোগিতামূলক ব্যবহারের কারণে থমকে আছে।

৫. গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের মানুষ অনেক সহ্য করেছেন। রাজ্যের নারীশক্তির অবস্থা অত্যন্ত শোচনীয়। ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ লজ্জিত, সৌজন্যে তৃণমূল। সাম্প্রতিক ঘটনাটি রাজ্যের অসংখ্য ফুটবলপ্রেমী তরুণ-তরুণীর হৃদয় ভেঙে দিয়েছে।

৬. তৃণমূল সর্বশক্তি দিয়ে সেই অনুপ্রবেশকারীদের রক্ষা করে চলেছে, যারা পশ্চিমবঙ্গের গরিব মানুষকে লুট করছে, রাজ্যে সন্ত্রাস ও অস্থিরতা ছড়াচ্ছে এবং আমাদের নারীশক্তির উপর বর্বর অত্যাচার চালাচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি মোদীর প্রতিশ্রুতি, রাজ্যে একবার বিজেপি সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, বাংলাদেশি হিন্দুদের তথা অমুসলিমদের CAA এর আওতায় ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে। অনেকে আবেদন করে ইতিমধ্যেই নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েও গিয়েছেন। এছাড়া নতুন আইন অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুর বিরুদ্ধে Foreigners Act-এ মামলা হবে না।