Wednesday, October 8, 2025
Latestদেশ

যুদ্ধবিরতি ঘোষণা করলো মাওবাদীরা, অস্ত্র জমা দেওয়া- আলোচনায় বসার জন্য এক মাস সময় চাইলো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকারের কাছে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করার অনুরোধ করেছে। সংগঠনটির দাবি, শান্তি আলোচনার মাধ্যমে সশস্ত্র সংগ্রাম থেকে সাময়িকভাবে সরে আসা হবে। মাওবাদীরা আরও জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে ভিডিও কলের মাধ্যমে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

বিবৃতিতে মাওবাদীরা জানিয়েছে, সাময়িকভাবে সশস্ত্র সংগ্রাম বন্ধ করা হচ্ছে। সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত নাম্বালা কেশব রাও বা বাসবরাজ শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু করেছিলেন। বর্তমানে সেই প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া হচ্ছে। তারা দাবি করেছে, দেশের বিভিন্ন রাজ্যে থাকা সহকর্মীদের সঙ্গে আলোচনার জন্য এক মাস সময় দিতে।

ছত্তীসগঢ়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বিবৃতির সত্যতা যাচাইয়ের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “সংঘর্ষবিরতির দাবি আপত্তিজনক, কারণ বর্তমানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি।” তবে এই বিবৃতির পেছনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মাওবাদীদের জন্য পুনর্বাসন ও আত্মসমর্পণের পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন।

দীর্ঘদিন ধরে মাওবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্য পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রতিনিয়ত মাওবাদী নেতা ও কর্মীর মৃত্যু সংবাদের মধ্যে, এই ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে। 

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। এর মধ্যে মাওবাদীদের শান্তি প্রস্তাবকে কেন্দ্রীয় সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।