Sunday, January 11, 2026
কলকাতা

‘এত শান্তির মধ্যে মনোনয়ন জীবনে কোনওদিনও হয়নি’, দাবি মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের তারিখ ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন স্থানে অশান্তির খবর পাওয়া গেছে। বেসরকারি হিসেবে অনুযায়ী, এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটের বলি হয়েছেন ৯ জন। যদিও রাজ্য নির্বাচন কমিশনের দাবি, এখনো পর্যন্ত প্রাণ হারাননি কেউ।

এর মধ্যেই কটক যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, ‘এত শান্তির মধ্যে মনোনয়ন জীবনে কোনওদিনও হয়নি। ত্রিপুরার ৯৬ শতাংশ আসনে ভোট হয় না। প্রতিদ্বন্দ্বীতা করতেই দেওয়া হয় না। ৩ লাখ ৩৬ হাজার নমিনেশন হয়েছে। ৭১ হাজার বুথের মাত্র চারটে বুথে গণ্ডগোল হয়েছে। তার মধ্যে একটি বুথে আমাদের দু’জনকে খুন করেছে।’

বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে তাই করছে।’

উল্লেখ্য, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং আদালতের মধ্যে বর্তমানে টানাপোড়েন চলছে।