SIR আবহে BLA-দের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক মুখ্যমন্ত্রী মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: SIR-এর খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে। খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতেই সোমবার কলকাতা ও সংলগ্ন জেলার বিএলএ ও বিএলএ-২-দের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় সভা করতে চলেছে শাসক দল তৃণমূল।
দলীয় সূত্রে খবর, কলকাতা ও আশপাশের জেলার ৪০টি বিধানসভার বুথ লেভেল এজেন্ট, বিএলএ-২ এবং কর্মীদের এই সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব সভায় থাকবেন। সকাল ১১টা থেকে সভা শুরু হয়েছে।
তৃণমূলের অভিযোগ, SIR প্রক্রিয়ার আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। আর এর জন্য সরাসরি বিজেপিই দায়ী। নির্বাচন কমিশন বিজেপির সেই ষড়যন্ত্রে দোসর হিসেবে কাজ করছে বলেও অভিযোগ তুলেছে শাসক দল। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বার্তা একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তার পরিণতি মারাত্মক হবে।
মমতার দল মনে করেছে, অনেক বৈধ নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে। তাদেরকে ‘May I Help You’ ক্যাম্পে নিয়ে গিয়ে নথি জোগাড় করতে সাহায্য করবে তৃণমূল।
গত মঙ্গলবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, কেন ভোটারদের নাম খসড়া তালিকায় ওঠেনি, তার বিস্তারিত খোঁজ নিতে হবে। বুথ লেভেল এজেন্টদের আরও সক্রিয় এবং নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। সেই সভার পরই বিএলএ ও বিএলএ-২-দের নিয়ে রাজ্যস্তরে বড় সভার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, SIR সংক্রান্ত প্রথম নির্দেশিকা প্রকাশ পায় গত ২৯ অক্টোবর। এরপর একাধিকবার নিয়ম ও প্রক্রিয়াগত বদল আনে নির্বাচন কমিশন। চূড়ান্তভাবে প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ৫৯ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। বাদ পড়ার মধ্যে মৃত ও স্থানান্তরিত ভোটারের নাম যেমন রয়েছে, তেমনই বহু ক্ষেত্রে ফর্ম জমা না দেওয়ার কারণে। আবার এমন ভোটারও রয়েছেন, যাদের নাম কমিশনের ২০২৫ সালের তালিকায়ই নেই। তাঁদের ক্ষেত্রে ফর্ম ৭ জমা দিয়ে নতুন করে নাম তোলার সুযোগ রয়েছে।
তৃণমূলের দাবি, বাদ পড়া নামের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন হিন্দু ভোটাররা। এই তথ্যকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত ভোটার ছাঁটাইয়ের অভিযোগ তুলছে শাসক দল।
তৃণমূল নেতৃত্বের মতে, এই পরিস্থিতিতে বিজেপি রাজনৈতিকভাবে ব্যাকফুটে। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রয়েছে এই দাবি কার্যত মুখ থুবড়ে পড়েছে বলে দাবি তাদের।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, “SIR প্রক্রিয়া সর্বতোভাবে বিজেপিকেই কোণঠাসা করেছে। মতুয়া সম্প্রদায়ের সমস্যা যেমন রয়েছে, তেমনই খুব অল্প সংখ্যক নাম বাদ পড়েছে। বিজেপির ভবিষ্যদ্বাণী মেলেনি।”
এর মধ্যেই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে-র ঘটনায়। খসড়া তালিকায় তাঁকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে প্রতীকী সৎকার কর্মসূচির পর এবার স্মরণসভা করে নতুন করে প্রতিবাদ জানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এসআইআর ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে আজকের তৃণমূলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বার্তা দেন সেদিকেই নজর সকলের।


