সৌরভের ICC-র প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল: মুখ্যমন্ত্রী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রিচা ঘোষের সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে ফের একবার ক্রিকেট ও রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শিলিগুড়িতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা রিচা ঘোষকে সংবর্ধনা দিতে গিয়ে মমতা সরাসরি প্রশ্ন তুললেন— “সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি-র প্রেসিডেন্ট হলেন না কেন?”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, “সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ভারতের অধিনায়ক ছিলেন। ওর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। সবাই জানে, ও কত বড় মাপের মানুষ ও ক্রিকেটার।” এর পরেই তিনি যোগ করেন, “একটা কথা বললে হয়তো খারাপ লাগতে পারে, তাও আমি বলব— কারণ আমি সব সময় আউটস্পোকেন। বলুন তো, আইসিসি-র প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল?”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এখন হয়তো সৌরভ আইসিসি-র প্রেসিডেন্ট হতে পারেননি, কিন্তু একদিন নিশ্চয়ই হবেন। সৌরভের মতো যোগ্য মানুষকে কখনও উপেক্ষা করা যায় না।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ফের রাজ্য-রাজনীতির অন্দরে শুরু হয়েছে গুঞ্জন। এর আগে ২০২২ সালে সৌরভের বোর্ড সভাপতি পদ থেকে সরে যাওয়াকে কেন্দ্র করেও বিতর্ক দানা বেঁধেছিল। তখনও মমতা সরব হয়ে বলেছিলেন, “সৌরভকে অপমান করা হয়েছে।”
রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুধু তরুণ ক্রিকেটারকেই নয়, বাংলার ক্রীড়াপ্রেমীদেরও অনুপ্রাণিত করেন। তিনি বলেন, “রিচা বাংলার গর্ব। মেয়েরা আজ দেশের নাম উজ্জ্বল করছে। ওদের পাশে সরকার সব সময় আছে।”


