১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ ঘোষণা মমতার
কলকাতা: একুশের বিধানসভা ভোটে ঝড় তুলেছিল ‘খেলা হবে’ স্লোগান। রাজ্যের সীমা ছাড়িয়ে ‘খেলা হবে’ এখন জাতীয় স্তরেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ২১ জুলাইয়ের শহিদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ১৬ আগস্ট রাজ্যে পালিত হবে খেলা দিবস।
এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে। তবে তারিখ বলেননি তিনি। এদিন শহিদ দিবসে মঞ্চ থেকে তারিখ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যে খেলা হবে প্রকল্প আনা হবে। ওই প্রকল্পের আওতায় রাজ্য সরকার খেলা হবে দিবসে ৫০ হাজার ফুটবল বিতরণ করবে। ঘরে ঘরে ফুটবল পৌঁছে দেওয়া হবে। খেলা হবে প্রকল্পের লক্ষ্য হবে ফুটবলকে বাংলার ঘরে-ঘরে পৌঁছে দেওয়া। ফুটবলের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে এই প্রকল্প।
পাশাপাশি, ২০২৪ লোকসভা ভোটের লক্ষ্য বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফের খেলা হবে। একটা খেলা হয়েছে। ৫ মে যার ফলাফল আপনারা দেখেছেন। আবার খেলা হবে। যত দিন না বিজেপিকে ভারত থেকে বিতাড়িত করতে পারছি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। বুথে বুথে খেলা হবে। দেশজুড়ে খেলা হবে।


