Wednesday, January 7, 2026
Latestদেশ

Maharashtra civic polls: মহারাষ্ট্রে পুর ভোটে ৬৮ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মহাজুটি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৫ জানুয়ারি ভোটগ্রহণ। তার আগেই কার্যত জয় নিশ্চিত করে ফেলল বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে স্পষ্ট হয়ে গিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন মোট ৬৮ জন প্রার্থী। এর মধ্যে এককভাবে বিজেপির প্রার্থী ৪৪ জন। বাকি জয়ীদের মধ্যে রয়েছেন শিবসেনা (শিণ্ডে শিবির)-র ২২ জন এবং অজিত পওয়ারের এনসিপি-র দু’জন প্রার্থী।

শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হতেই দেখা যায়, বিরোধী জোটের একাধিক প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তার ফলেই বহু আসনে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় মহাজুটির প্রার্থীদের জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়।

এর আগেও মহারাষ্ট্রের পুর ও পঞ্চায়েত নির্বাচনে একপেশে জয় পেয়েছিল গেরুয়া শিবির। ২৮৮টি নগর পরিষদ ও পঞ্চায়েতের মধ্যে ১২৯টির দখল নেয় বিজেপি। এবারও সেই ধারা বজায় থাকল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে থানে জেলার কল্যাণ-ডোম্বিভিলি পুরসভা এলাকা থেকে। পাশাপাশি পুণে, পিম্পরি-চিনচাওয়াড়, পনভেল, ভিওয়ান্ডি, ধুলে, জলগাঁও এবং আহিল্যনগরেও একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। এই সমস্ত এলাকাতেই জয়ীদের সিংহভাগ বিজেপি প্রার্থী।

পুণে শহরের ওয়ার্ড নম্বর ৩৫-এ মঞ্জুষা নাগপুরে এবং শ্রীকান্ত জগতাপ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। যদিও পুণে পুরসভায় মোট ১২৫টি আসনে ভোট হওয়ার কথা, তার আগেই দু’টি আসন চলে গেল বিজেপি তথা মহাজুটির ঝুলিতে।

কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা মুরলীধর মোহন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে দলের শাসন রেকর্ডের প্রতিফলন হিসাবে বর্ণনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে পুনের পরবর্তী মেয়র বিজেপিরই হবেন। 

এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র কেশব উপাধ্যায় বলেন, ‘রাজ্যের শহরাঞ্চলে পুর নিগমগুলিতে দলের ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের প্রতিফলনই এই আগাম জয়। শহরের ভোটারদের আস্থাই বিজেপির পক্ষে কাজ করছে।’

দলীয় নেতারা এই প্রবণতার জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের জনপ্রিয়তা এবং রাজ্য ইউনিটের সভাপতি রবীন্দ্র চহ্বানের পরিচালিত নির্বাচনী কৌশলকে কৃতিত্ব দিয়েছেন, যা তাদের মতে পুর পরিষদ এবং প্রধান নাগরিক কর্পোরেশন উভয় ক্ষেত্রেই বিজেপির অবস্থানকে শক্তিশালী করেছে।

ভোটের বাকি থাকলেও, মনোনয়ন পর্বেই মহারাষ্ট্রে পুর ভোটে এগিয়ে থাকলো বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি, তা বলাই বাহুল্য।