কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের
নয়াদিল্লি: শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট নাগাদ কোঝিকোড়ে বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে ল্যান্ড করার পিছলে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। দুর্ঘটনায় দুই পাইলট সহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালেই ঘটনাস্থলে যান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি। খতিয়ে দেখেন উদ্ধারকাজ। তিনি বলেন, আমাদের অন্যতম বিশিষ্ট ও অভিজ্ঞ ক্যাপ্টেন দীপক বসন্ত সাঠে বিমানের দায়িত্বে ছিলেন এবং নিয়ন্ত্রণ করছিলেন। ক্যাপ্টেনের ১০ হাজার ঘণ্টার বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। এই বিমানবন্দরেই উনি আগে নেমেছিলেন। সবমিলিয়ে ২৭ বার নেমেছিলেন, চলতি বছরেও নেমেছিলেন।
পাশাপাশি, দুর্ঘটনায় মৃতদের পরিবারদের জন্য প্রাথমিকভাবে ১০ লাখ টাকা ও আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করছেন হরদীপ সিং পুরী।
এদিকে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছে অসামরিক বিমান মন্ত্রকের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। দুর্ঘটনার কারণ এবং শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল, তা জানতে ব্ল্যাক বক্স দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।


